thecitybank.com
mizanbd727@gmail.com ঢাকা | রবিবার, ১লা অক্টোবর ২০২৩, ১৬ই আশ্বিন ১৪৩০

বনানীতে রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় তরুণীর মৃত্যু

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৪ জুলাই ২০২৩, ০৫:৩৬

ছবি- সংগৃহীত

রাজধানীর বনানীতে রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় মোছা. ফাতেমা খাতুন (২১) নামের এক তরুণী নিহত হয়েছেন। রোববার বিকেলে বনানীর চেয়ারম্যানবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মোছা. শিফা আক্তার (২২) নামের আরেক তরুণী আহত হয়েছেন।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, এ ঘটনায় আজমেরী পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে। আটক করা হয়েছে চালককেও। বাসটি সদরঘাট থেকে গাজীপুরের বোর্ডবাজার এলাকায় যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা হয়েছে।

পুলিশ জানায়, ফাতেমা ঢাকার নিউমার্কেট এলাকার বাসিন্দা। তবে তিনি কী করতেন, বনানী এলাকায় কেন গিয়েছিলেন, তা জানা যায়নি। তাঁর মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর