thecitybank.com
mizanbd727@gmail.com ঢাকা | রবিবার, ১লা অক্টোবর ২০২৩, ১৬ই আশ্বিন ১৪৩০

গোসলে নেমে স্কুলশিক্ষকের প্রাণ গেল

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৬ জুলাই ২০২৩, ০৫:৫১

ছবি- সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পুকুরে গোসল করতে নেমে অমূল্য প্রসন্ন রায় (৭৫) নামে অবসরপ্রাপ্ত এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৫ জুলাই) বিকেল ৪টার দিকে গোয়ালন্দ পৌরসভার বিপিন রায়ের পাড়ায় এই ঘটনা ঘটে।

অমূল্য প্রসন্ন রায় গোয়ালন্দ নাজির উদ্দিন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ছিলেন।

গোয়ালন্দ উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের স্টেশন অফিসার আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, বিকেল ৪টার দিকে অমূল্য প্রসন্ন রায় নিজ বাড়ির পাশের পুকুরে গোসল করতে যান। দীর্ঘ সময় পার হলেও বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন পুকুরে খোঁজাখুজি করেন। অনেক খোঁজাখুঁজির পরও না পেয়ে আমাদেরকে খবর দেন। রাত ৯টার দিকে আমরা সেখানে যাই। পরে রাত সাড়ে ৯টার দিকে তার মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর