thecitybank.com
mizanbd727@gmail.com ঢাকা | রবিবার, ১লা অক্টোবর ২০২৩, ১৬ই আশ্বিন ১৪৩০

সাইবার হামলা চালিয়ে ৩ কোটি টাকা লোপাট

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২৩ মে ২০২৩, ০৩:১২

ছবি : সংগৃহীত

র‌্যাব জানিয়েছে, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও বিদ্যুৎ বিতরণ কোম্পানি ডেসকোর ওয়েবসাইট ও পেমেন্ট গেটওয়ে হ্যাক করে একটি চক্র প্রায় পৌনে ৩ কোটি টাকা হাতিয়ে নিয়েছে।

এর মধ্যে বিআরটিএ’র সফটওয়্যার সেবাদাতা প্রতিষ্ঠান ‘সিএনএস’র পেমেন্ট গেটওয়ে হ্যাক করে গত এক মাসে ৩৮৯টি ট্রানজেকশনের ১ কোটি ২০ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে।

অন্যদিকে গত বছরের নভেম্বরে একই চক্র ডেসকোর ওয়েবসাইট হ্যাক করে ট্রানজেকশন আইডি তৈরি করে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রায় দেড় কোটি টাকা হাতিয়ে নেয়। পরে বিষয়টি বুঝতে পেরে ওয়েবসাইটে পরিবর্তন আনে ডেসকো।

এসব ঘটনায় সিএনএস লিমিটেডের এক অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্তে নেমে ঢাকার মিরপুর, কাফরুল ও গাজীপুর সদর এলাকা থেকে রোববার রাতে ছয়জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

এরপর সোমবার ঢাকার কারওয়ান বাজারে সংবাদ সম্মেলনে এসে প্রতিষ্ঠান দুটির অর্থ হাতিয়ে নেওয়ার সঙ্গে তাদের জড়িত থাকার খবর দেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি জানান, সিএনএসর’ গেটওয়ে দিয়েই ব্যাংক বা মোবাইল ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে অর্থ সংগ্রহ করে বিআরটিএ। হাইটেক প্রতারকরা এই পেমেন্ট গেটওয়ে হ্যাক করার ফলে সরকার নির্ধারিত ফি এর টাকা জমা না দিয়েই বিআরটিএ’র সার্ভার থেকে গ্রাহকদের গাড়ির কাগজ হালনাগাদ করে দিয়েছে প্রতারকরা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর