ত্রাণ কার্যক্রমে অংশ নেয়া ব্যক্তির করোনায় মৃত্যু, আক্রান্ত ২ জেলা
প্রকাশিত:
৭ এপ্রিল ২০২০ ০৮:০৩
আপডেট:
১৬ মে ২০২২ ২১:০৫

রাজধানীর ওয়ারীতে ত্রাণ কার্যক্রমে অংশ নেয়া এক ব্যক্তি (৬২) করোনায় মারা গেছেন। সোমবার সকাল ৭টার দিকে তিনি মারা যান।
তার বাড়ি মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায়। তিনি ঢাকার ওয়ারীতে থাকেন। গত শুক্রবার গ্রামের বাড়ি এসে করোনাভাইরাসের কারণে ১০/১৫ জন দুস্থের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন। তখন ছিলেন একদম সুস্থ। ঢাকায় ফিরে গিয়ে হঠাৎ জ্বর, সর্দি ও শ্বাসকষ্টে আক্রান্ত হন। করোনার উপসর্গ দেখা দিলেও তিনি একে খুব একটা পাত্তা দেননি, যাননি হাসপাতালে। পরে সোমবার সকালে তিনি মারা যান।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু সন্দেহের খবর পেয়ে ঢাকার বাসায় পুলিশ আসে। এসময় আত্মীয়স্বজনকে বাসায় ঢুকতে দেননি পুলিশ, জানান মৃতের ভাই। তিনি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন কিনা, সেজন্য নমুনা সংগ্রহ করে নিয়ে যান আইইডিসিআর। পরে রাত ৯টার দিকে জানানো হয়, তিনি করোনাভাইরাসে মারা গেছেন।
ওয়ারী থানার পুলিশ তার লাশ নিজেদের হেফাজতে নিয়ে গেছেন এবং তাদের তত্ত্বাবধানে দাফন করা হবে বলে মৃতের বড়ভাই জানিয়েছেন। তিনি স্ত্রী ও তিন ছেলেসহ আত্মীয়স্বজন রেখে গেছেন। এদিকে, করোনায় তার মৃত্যুতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গত তিন দিনে তার যাতায়াত ছিলো ঢাকা ও মুন্সীগঞ্জ। যে কারণে এ দুটি জেলার বেশ কিছু মানুষ আতঙ্কে রয়েছেন। এদিকে, তার কাছ থেকে ত্রাণসামগ্রী পাওয়া দুস্থরা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন কিনা-এমন প্রশ্ন এলাকাবাসীর মুখে মুখে।
বিষয়: করোনাভাইরাস

প্রেমের টানে বাংলাদেশে এসে হয়ে গেলেন জনপ্রতিনিধি

দেশে ৭ কিলোমিটারের মধ্যেই করোনায় ৯ জনের মৃত্যু, পরিস্থিতি ভয়াবহ

ত্রাণ কার্যক্রমে অংশ নেয়া ব্যক্তির করোনায় মৃত্যু, আক্রান্ত ২ জেলা

স্কুলছাত্রের মৃত্যু, ১৫০ বাড়ি লকডাউন ঘোষণা

বৃদ্ধ বাবাকে ফেলে পালালেন সন্তান, বিপাকে হাসপাতাল

আপনার মূল্যবান মতামত দিন: