অতিরিক্ত ডিউটি করলেই ৭০০ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক
প্রকাশিত:
১৩ মে ২০২০ ০৯:৫৫
আপডেট:
১৬ মে ২০২২ ২১:১৯

সাধারণ ছুটি চলাকালীন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা সশরীরে ১০ দিনের বেশি অফিস করলে এক মাসের প্রণোদনা ছাড়াও প্রতিদিন ৭০০ টাকা করে পাবেন। যাতায়াত ভাতা হিসেবে তাদের এই টাকা দেয়া হবে।
সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের মানবসম্পদ বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়েছে। এতে বলা হয়, সাধারণ ছুটিকালীন কোনো কর্মকর্তা বা কর্মচারী ১০ কার্যদিবসের বেশি সশরীরে ব্যাংকে কর্মরত থাকলেও তিনি এক মাসের
নির্দেশনায় বলা হয়, সমপরিমাণ বিশেষ প্রণোদনা ভাতার অধিক প্রাপ্য হবেন না। তবে ব্যাংকের প্রয়োজনে ১০ দিনের বেশি সশরীরে অফিস করলে অতিরিক্ত প্রত্যেক দিনের জন্য ৭০০ টাকা যাতায়াত ভাতা পাবেন।
উল্লেখ্য, সরকার ঘোষিত সাধারণ ছুটির মধ্যেও ব্যাংকিং কার্যক্রম চালু রাখতে যারা নিজের জীবন এবং পরিবারকে ঝুঁকিতে রেখে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছেন তাদের দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ বিশেষ স্বাস্থ্য বীমা সুবিধা এবং বিশেষ অনুদান দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বিষয়:

‘তিন ঘণ্টার রাস্তা আসছি দুইদিনে, খরচ হইছে ৪ হাজার'

দারাজের আরজে প্রতিযোগিতায় শীর্ষে স্পাইস এফএম

সোনায় আরও স্বস্তি

করোনার আঘাতে সোনায় ধস

আশকোনা মুক্তিযোদ্ধা শপিং কমপ্লেক্স ব্যবসায়ী কমিটি গঠন

আপনার মূল্যবান মতামত দিন: