৪৮ ঘন্টায় শতাধিক প্রবাসী করোনায় আক্রান্ত
প্রকাশিত:
৮ এপ্রিল ২০২০ ১৯:১১
আপডেট:
১৬ মে ২০২২ ২০:২৮

সিঙ্গাপুরে গত ৪৮ ঘন্টায় শতাধিক বাংলাদেশি প্রবাসী করোনায় আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার ও বুধবার দেশটিতে নতুন করে ২৪৮ জন করোনায় আক্রান্ত হয়েছে, যাদের মধ্যে ১০২ জনই বাংলাদেশি। খবর দ্য স্ট্রেইট টাইমস।
প্রতিবেদনে বলা হয়, নমুনা পরীক্ষার পর মঙ্গলবার ৭৫ জন এবং বুধবার ২৭ জন বাংলাদেশি করোনা রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে অধিকাংশই হোস্টেলে থাকতেন। ক্লাস্টার আকারে হোস্টেলগুলোতেই সংক্রমণ হয়েছে। যেসব হোস্টেলে বাংলাদেশিরা আক্রান্ত হয়েছেন- সেগুলোর মধ্যে রয়েছে- সানগেই তেনগাহ লজ, কোচরেন লজ ১, ওয়েস্টলিট তোহ গুয়ান, ট্যামপানিস ডরমেটরি, এস১১ ডরমেটরি এবং তোহ গুয়ান ডরমেটরি।
এর আগে সিঙ্গাপুরে পাঁচজন বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়েছিলেন। তাদের মধ্যে ৪ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। আর সংকটাপন্ন অপরজন এখনো আইসিইউতে চিকিৎসারত।
বিষয়: করোনাভাইরাস

বাংলাদেশিদের কঠোর হস্তক্ষেপের পর করোনায় মৃত্যু আমিনার দাফন ক্রেনে

করোনায় বাংলাদেশি পিতা-পুত্রের মৃত্যু

করোনাকালে কেমন কাটলো প্রবাসীদের ঈদ

৪৮ ঘন্টায় শতাধিক প্রবাসী করোনায় আক্রান্ত

করোনায় আক্রান্ত আরও ১০ প্রবাসী

আপনার মূল্যবান মতামত দিন: