thecitybank.com
mizanbd727@gmail.com ঢাকা | রবিবার, ১লা অক্টোবর ২০২৩, ১৬ই আশ্বিন ১৪৩০

সবটুকু টেনশন নিলেন শাকিব, ফুরফুরে অপু

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৩ মে ২০২৩, ০৩:০২

ফাইল ফটো

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান ও ‘বিউটি কুইন’ খ্যাত চিত্রনায়িকা অপু বিশ্বাসের বিচ্ছেদ হয়েছে সেই কবে। তাদের সম্পর্কটা ছিল অনেকটা আড়াল-আবডালে। তবে মাঝে-মধ্যে চিত্রনায়িকা শবনম বুবলিকে নিয়ে নানান কথায় জড়াতেন অপু। বর্তমানে সময়টা ভালোই যাচ্ছে অপুর। নায়িকা এখন শাকিবের প্রশংসায় পঞ্চমুখ।

অপু জানান, পুত্র আব্রাহাম খান জয়কে নিয়ে তার সবটুকু টেনশন শাকিব খান নিয়েছেন। তিনি এখন পুরোপুরি ফুরফুরে মেজাজে রয়েছেন।

সম্প্রতি অপু বিশ্বাস বলেন, ‘আমার আর কোনও টেনশন নেই; সত্যিই নেই। কারণ জয়ের জন্য এখন তার বাবা সবচেয়ে বেশি টেনশন করেন। আরও মজার ব্যাপার হলো, জয় তার বাবার পরিবারেই বেশি বেশি থাকছে। এটি আমার জন্য আশীর্বাদ।’

‘নায়িকা বলেন, ‘আগে টেনশন লাগতো। শাকিব ছেলের তেমন একটা খোঁজ-খবর নিতো না। এখন সেই পরিস্থিতি একেবারেই বদলে গেছে। তার পরিবারের সঙ্গে যোগাযোগই ছিল না। আমার এখন কোনও টেনশন নেই। আমি বিদেশে গেলে কোনও ধরনের টেনশন নিতে হয় না। বর্তমানে আমি এখন শুধু মা নই, বরং আমি একটি পরিবার। সেই দায়িত্ব আমার কাঁধে চলে এসেছে।’

২০১৭ সালের ১০ এপ্রিল শাকিব ও অপুর বিয়ে ও সন্তানের কথা প্রকাশ্যে চলে আসে। দীর্ঘদিন আড়ালে থাকার পর এদিন জয়কে প্রকাশ্যে আনেন অপু। ২০০৮ সালে তারা বিয়ে করেছিলেন। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতায় জয় জন্মগ্রহণ করে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর