thecitybank.com
mizanbd727@gmail.com ঢাকা | রবিবার, ১লা অক্টোবর ২০২৩, ১৬ই আশ্বিন ১৪৩০

কেজি প্রতি টমেটো বিক্রি হচ্ছে ১০০ থেকে ২০০ রুপি করে

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১০ জুলাই ২০২৩, ০৪:০২

ছবি- সংগৃহীত

ভারতে টোমেটো যেন সোনার মতোই মূল্যবান হয়ে উঠছে। যে হারে দাম বাড়ছে, তাতে টমেটো ছুঁলেই ছেঁকা লাগছে। অগ্নিমূল্যের সবজিটি চুরির ঘটনাও ঘটছে বিভিন্ন এলাকায়। এই পরিস্থিতিতে লুট ঠেকাতে দোকানে বাউন্সার বা নিরাপত্তারক্ষী রাখলেন এক সবজি বিক্রেতা। ঘটনাস্থল উত্তর প্রদেশের বারাণসী।

সংবাদমাধ্যম পিটিআই জানিয়েছে, সাধারণত সোনার দোকানে নিরাপত্তারক্ষী বা বাউন্সার দেখা যায়। কিন্তু কোনো সবজির দোকান পাহারা দিচ্ছেন বাউন্সার, এই দৃশ্য সত্যিই বিরল।

পিটিআইকে অজয় ফৌজি নামে ওই সবজি বিক্রেতা বলেছেন, টমেটোর দাম ক্রমশ বাড়ছে। তাই বাউন্সার রাখলাম। লোকেরা টমেটো লুট করছে। যেহেতু আমার দোকানে টমেটো রয়েছে, তাই বাউন্সার রেখেছি। কেজি প্রতি ১৬০ রুপিতে টোমেটা বিক্রি হচ্ছে।

গত কয়েক দিন ধরেই ভারতে শাকসবজির দাম বেড়েছে। বিশেষ করে টমেটোর দামে কপালে ভাঁজ পড়েছে ক্রেতাদের। দেশের বিভিন্ন রাজ্যে কেজি প্রতি টমেটো বিক্রি হচ্ছে ১০০ থেকে ২০০ রুপি করে। এই পরিস্থিতিতে টমেটো চুরির অভিযোগ উঠেছে।

কর্ণাটকের হাসান জেলার গনি সোমানাহল্লি গ্রামে এক কৃষকের ক্ষেত থেকে দেড় লাখ রুপির টমেটো চুরির অভিযোগ উঠেছে। অন্ধ্রপ্রদেশের এক সবজি বিক্রেতার দোকান থেকে অনেক টাকার সবজি চুরি হয়ে গেছে। বেছে বেছে টমেটো, কাঁচা মরিচের মতো দামি পণ্য নিয়ে দোকান খালি করে দিয়েছে দুষ্কৃতিকারীরা।

এই ধরনের ঘটনা রুখতে কর্ণাটকের হাভেরির এক বিক্রেতা তার দোকানে সিসিটিভি লাগিয়েছেন। এবার টমেটোর লুট ঠেকাতে দোকানে বাউন্সার রাখলেন এক বিক্রেতা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর