প্রকাশিত:
১২ জুলাই ২০২৩, ০৭:০৯
সংগৃহীত: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তার দেশকে যদি ন্যাটোর সদস্য করা হয়, তাহলে সেটা জোটকে অধিক শক্তিশালী করবে।
সেন্ট্রাল ভিলনিয়াসে ন্যাটোর সম্মেলনে দেওয়া বক্তব্যে ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেন, সামরিক জোট ন্যাটো তার দেশকে অধিক নিরাপদ করবে। এ সময় তিনি বলেন, তার দেশ ন্যাটোর সদস্য হওয়ার উপযুক্ত।
জেলেনস্কি বলেন, ন্যাটোর সদস্যপদ ইউক্রেনকে অধিক নিরাপদ করবে, আর ইউক্রেন জোটকে করবে অধিক শক্তিশালী।
ইউক্রেনের এই প্রেসিডেন্ট বলেন, আজ আমি এই বিশ্বাস নিয়ে এখানে এসেছি যে, ইউক্রেনকে সদস্য করতে ন্যাটো দ্বিধা করবে না, সময় নষ্ট করবে না। আর এই বিশ্বাসকে আমি আত্মবিশ্বাসে রূপান্তর করতে চাই।
মন্তব্য করুন: