কোভিড-১৯ এ গত ২৪ ঘণ্টায় আরও ৪২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৭৩৫
প্রকাশিত:
৮ জুন ২০২০ ১৮:৩৬
আপডেট:
২৭ জুন ২০২২ ০২:২৫

দেশে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪২ জন মারা গেছেন। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৯৩০ জনে দাঁড়িয়েছে।
একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন আরও ২ হাজার ৭৩৫ জন। এ নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৬৮ হাজার ৫০৪ জন।
সোমবার দুপুর আড়াইটায় স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা এসব তথ্য জানান।
তিনি বলেন, রোববার সকাল ৮ টা থেকে আজ সকাল ৮টা নাগাদ সর্বশেষ চব্বিশ ঘণ্টায় ১২ হাজার ৯৪৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ২ হাজার ৭৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত দাঁড়িয়েছে ৬৮ হাজার ৫০৪ জনে।
অধ্যাপক নাসিমা সুলতানা বলেন, করোনা আক্রান্ত হয়ে একদিনে আরও ৪২ জন মারা গেছেন। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৯৩০ জনে দাঁড়িয়েছে। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩৬ শতাংশ।
তিনি আরও জানান, গত চব্বিশ ঘণ্টায় আরও ৬৫৭ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে মোট ১৪ হাজার ৫৬০ জন করোনা থেকে সেরে উঠলেন। সুস্থ হওয়ার হার ২১ দশমিক ২৫ শতাংশ।
বিষয়: করোনাভাইরাস

ঢাকায় চীনের মতো হাসপাতাল করে দিচ্ছেন বশির উদ্দিন

ডিজেলে বছরে ভর্তুকি ২৩ হাজার কোটি টাকা

দেশে করোনায় আক্রান্ত ৯ জেলা

দেশে হবে ভ্যাকসিন ইনস্টিটিউট

কার্টুনিস্ট কিশোরকে নির্যাতনের প্রমাণ পায়নি পিবিআই

আপনার মূল্যবান মতামত দিন: