করোনায় ক্ষুধার্তদের মাঝে তরুণ আইনজীবীর খাদ্য বিতরণ
প্রকাশিত:
১৮ মে ২০২০ ০২:২১
আপডেট:
১৮ মে ২০২০ ০২:৩৭

করোনায় লকডাউনে পুরো দেশ। খাদ্য অভাবে দিন পার করছে অনেকেই। বেশি কষ্টে আছে ছিন্নমূল মানুষেরা। তাদের জন্য একবেলার অন্ন তুলে দিতে ভিন্নধর্মী উদ্যোগ গ্রহণ করে তরুণ আইনজীবী নাসিম ওমর সাথী। রোববার রাজধানীর এয়ারপোর্ট থেকে বনানী পর্যন্ত রাস্তার ছিন্নমূল মানুষকে প্যাকেট খাবার তুলে দিয়ে মানবতার দৃষ্টান্ত উদাহরণ তৈরি করল তিনি।
সান্টাক্লজ যেমন উপহারের থলি কাঁধে নিয়ে সবাইকে খুশি করতে ছুটে বেড়ায়। অ্যাডভোকেট নাসিম ওমর সাথী তেমনি নিজেকে সাজিয়ে রাজধানীর পথে খাবারের থলি নিয়ে ছুটে ২৫০ জন অসহয় মানুষের মুখে খাবার তুলে দিলেন।
নাসিম ওমর সাথী জানান, আমি আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু পারছি চেষ্টা করছি অসহায়দের পাশে দাঁড়াতে। সবাই সবার নিজ স্থান থেকে এগিয়ে আসলে এই ক্রান্তিকালে অনেকেই উপকৃত হবে।
সুজন, সবুজ, সজীব, শাওন, উজ্জ্বল, শাকিল,শান্ত, মিরাজ, ফারুক, জীবন, ইমনসহ আরো অনেক তরুণ স্বেচ্ছাশ্রম দিয়ে রাজধানীর আশকোনা এই রান্নার আয়োজন করে। সন্ধ্যা নামতেই পায়ে হেটে ও বাইকে চড়ে নিজ হতে খাবার বিলিয়ে ইতোমধ্যে সবার প্রশংসা কুঁড়িয়েছেন এই আইনজীবী।
বিষয়:

মৃত্যুর ঝুঁকি নিয়ে করোনায় নিহত নারীকে গোসল করাতে রাজি লাভলী

মিডিয়ায় ঝড় তুললো মিরপুরে করোনায় মৃত ব্যক্তির ছেলের ফেসবুক পোস্ট

চীন থেকে ডা. সানজিদার ১২ ‘ফরজ’ পরামর্শ

দু দুবার মৃত্যুর মুখ থেকে আল্লাহ ফিরিয়েছে: করোনা আক্রান্ত ম্যাজিস্ট্রেট

করোনায় ক্ষুধার্তদের মাঝে তরুণ আইনজীবীর খাদ্য বিতরণ

আপনার মূল্যবান মতামত দিন: